মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক-এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক আদেশে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ১২ মে গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বিপ্লবকে সভাপতি এবং মাইদুল রায়হান রিপনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেন। এ কমিটি গঠনের পর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষসহ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতা কর্মীরা। ফেসবুকেও ঝড় ওঠে কমিটি নিয়ে। সভাপতি মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালনকালে তাকে কিভাবে ছাত্রলীগের সভাপতি বানানো হলো তা নিয়ে ফেসবুক জুড়ে বিভিন্ন ধরনের কটুক্তির পাশাপাশি কমিটি বিলুপ্তের দাবি জানানো হয়। কেন্দ্রীয় কমিটি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেক নেতা কর্মী কেন্দ্রীয় কমিটি কর্তৃক সুন্দরগঞ্জ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করার আদেশের কপি ফটোকপি করে বিতরণ করছে। এব্যাপারে মশিউর রহমান বিপ্লবের সাথে মোবাইল-ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে কমিটি বিলুপ্তের কোন কারণ জানায়নি কেন্দ্রীয় কমিটি।
জামায়াত নেতা গ্রেফতার
সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের আরিফ উদ্দীনের পুত্র জামায়াত নেতা ও একাধিক নাশকতা মামলার আসামি আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান দীর্ঘদিন থেকে আব্দুল গফুর পলাতক ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন