সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুরে যাচাই-বাছাইয়ে বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে যাচাই বাছাইয়ে বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দৌলতপুর-থানামোড় প্রধান সড়কে উপজেলা পরিষদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদপড়া মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে যাচাই বাছাইয়ে বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, জেলা জাসদের একাংশের সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, সাবেক প্রধান শিক্ষক মতিউল আলম বাচ্চু এবং গুজরত আলী মোল্লা ও শাজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন, দৌলতপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে প্রহসন করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকারদের মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করা হয়েছে, যা লজ্বা ও হতাশাজনক। তাই অবিলম্বে প্রহসনের যাচাই বাছাই বাদ দিয়ে নতুন করে সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করা হোক বলে বক্তারা দাবি করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে বাদপড়া মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন