শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ থানায় মামলা না নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
বাজিতপুর থানার ২শ’ গজের ভেতরে নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে অতর্কিত আক্রমণ করে বাম হাত ও বাম পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বোরবার পর্যন্ত থানায় মামলা না নেয়ার অভিযোগ করেন নূরুল ইসলামের পরিবার। জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বাজার যাওয়ার পথে বাজিতপুর থানা মোড় এলাকায় আ.লীগ নেতা সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম গোলাপের লোকজন গাল মন্দের অভিযোগ এনে উপজেলার ছলিহাটি গ্রামের মরহুম আবদুর রাজ্জাকের ছেলে নূরুল ইসলামকে অতর্কিত আক্রমণ করে বাম হাত ও বাম পা ভেঙে দিয়েছে। এর আগের দিন ১৬ ফেব্রুয়ারি রাতে নূর ইসলামের বাড়িতে তাকে না পেয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে গোলাপের বাহিনী। এ বিষয় আ.লীগ নেতা সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম গোলাপ বলেন, ১৬ তারিখের ঘটনা আমি জানি না। আমি শুনেছি ১৭ তারিখে তার ওপর আক্রমণ হয়েছে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা আমি বলতে পারি না। আহত নূরুল ইসলাম জানায়, ‘আমি কোন গালমন্দ করিনি, বিনা দোষে আমার হাত-পা ভেঙে দিয়েছে।’ নূরুল ইসলামের পরিবার জানায়, ‘আমরা একাধিকবার থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করে নাই।’ বাজিতপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমার কাছে কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি। তবে শুনেছি কোর্টে মামলা করার চেষ্টা চলছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন