শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপহরণের ৬ দিন পর মামলা : আটক ১

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : ষষ্ঠ শ্রেণীর এক উপজাতি ছাত্রী অপহৃত হওয়ার ৬ দিন পর কলমাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দার উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের ছোট মনগড়া গ্রামের উপজাতি পিন্টু ঘাগ্রার মেয়ে বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গত ২৬ মে রাতে স্কুল মাঠে উপজাতি ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ী ফেরার পথে অপহৃত হয়। এ ব্যাপারে অপহৃতার পিতা পিন্টু ঘাগ্রা অপহরণের ৬ দিন পর একই গ্রামের ফজল আলী(২৮) সহ ৪ জনকে আসামী করে ১ জুন কলমাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত সন্দেহে ছোট মনগড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আবুলকে (৫০) আটক করেছে। ফজল আলীর পরিবারের দাবী, তারা একে অপরের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের আপত্তির কারণে তারা হয়ত প্রেমের ঠানে ঘর ছেড়েছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর ছিদ্দিক অপহরণ মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন