শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে দিনে দুপুরে ফোন এজেন্টের কর্মচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১জন গ্রেপ্তার হয়েছে এবং উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ৮ লাখ ১৭ হাজার ১৫০ টাকা।
গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে গ্রামীণ ফোন এজেন্টের ১০ লাখ টাকা ছিনতাই করে একদল চিহ্নিত সন্ত্রাসী। টাকা ছিনতাইয়ের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আল্লারদর্গার মিরপুরের আতিয়ার রহমান মন্ডলের ছেলে হাসানুজ্জামান মোহনে (৩৪) কে গ্রেপ্তার করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া অঞ্চলে ফেলিক্সিলোড এজেন্ট সুরেকা এন্টারপ্রাইজের ৩ জন কর্মী বৃহস্পতিবার সকালে টাকা আদায় করে ব্যাংকে জমা দেওয়ার জন্য কুষ্টিয়া গামী বাসে যাচ্ছিলেন। পথে বাসটি আল্লারদর্গা বাসস্ট্যান্ডে দাঁড়ালে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী বাসে উঠে ফোন এজেন্টের এক কর্মীকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার শিকার মাহবুবুর রহমান জানান, বাসটি আল্লাদর্গা বাজারে এসে দাঁড়ানোর পর পরই আল্লারদর্গার কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার আসামী ও পর্নোসিডির নায়ক আলী রাজ ও মাসুম বাসে উঠে। এসময় তাদের সহযোগী জামাত, ফয়সাল ও মানিকের নেতৃত্বে আরও ১০-১২ জন সশস্ত্র ছিনতাইকারী বাসষ্ট্যান্ডে অবস্থান নেই। পরে আলী রাজ ও মাসুম ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের পর তারা সকলে পালিয়ে যায়। টাকা ছিনতাইয়ের ঘটনায় মাগুড়ার সত্যজিতপুরের নুরুল আমীনের ছেলে ফেলিক্সিলোড এজেন্ট সুরেকা এন্টারপ্রাইজের কর্মী মাহবুবুর রহমান বাদী বৃহস্পতিবার রাতে মামলা করেন। মামলার সূত্র ধরে ওই রাতেই হাসানুজ্জামান মোহনেকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৮ লাখ ১৭ হাজার ১৫০ টাকা। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় ১জন গ্রেপ্তার হয়েছে এবং উদ্ধার  হয়েছে ৮ লাখ ১৭ হাজার ১৫০ টাকা। দৌলতপুর থানার ওসি শাহা দারা খান জানান, এঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন