শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গাছতলায় ক্লাস, মেঘের গর্জনে ছুটির ঘণ্টা

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবন) থেকে আফতাব হোসেন : পাবনার চাটমোহরের একটি প্রাইমারি স্কুলের ভবন ঝুঁকিপূর্ন হওয়ায় দীর্ঘদিন ধরে গাছতলায় ক্লাস চলছে। চাটমোহর উপজেলার ছাইকোলা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। নতুন ভবন নির্মিত না হওয়ায় দীর্ঘদিন ধরে প্রায় আড়াই’শ শিক্ষার্থী স্কুলের সামনের গাছতলায় বসে ক্লাস করছে। এ অবস্থায় বিদ্যালয়টিতে শিক্ষার্থী দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়ে জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। ১৯৭৫ সালে নির্মিত হয় ৪ কক্ষ বিশিষ্ট টিনসেড আধাপাকা ভবন। এক পর্যায়ে ভবনটি ব্যাবহারের অযোগ্য হয়ে পড়লে প্রধান শিক্ষক উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষ সরেজমিনে দেখে তা পরিত্যাক্ত ঘোষনা করে। তিনি আরো জানান ভবনটি পরিত্যাক্ত ঘোষনার পর আর কোন ভবন নির্মিত হয়নি যার ফলে খোলা আকাশের নিচে গাছতলা পাঠদান করতে হচ্ছে। চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার জানান বিদ্যালয় ভবনটির বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে আশা করছি অতিদ্রুত পদক্ষেপ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন