শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আসামির মৃত্যুর ঘটনায় চার পুলিশ প্রত্যাহার

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা ; সুন্দরগঞ্জে পুলিশ হেফাজতে অপহরণ মামলার আসামী রিপন চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শকসহ (এসআই) রাজু মিয়াসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে শুক্রবার দিবাগত রাত ১১টারদিকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্ল্যাহ আল ফারুককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন, সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মিয়া, কনস্টেবল শাহানুর রহমান, মোস্তাফিজুর রহমান ও নারী কনস্টেবল নার্গিস বেগম।
উল্লেখ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের পুত্র রিপন চন্দ্র দাস গত ২৯মে সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি সুরেশ চন্দ্র দাসের কন্যা চম্পা রানী দাসকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় চম্পার পিতা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার (১জুন) বগুড়ার কাহালু উপজেলার কাইট গ্রামের একটি মন্দির থেকে চম্পাকে উদ্ধার করে এবং আসামি রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করে। ওই দিন পুলিশ মাইক্রোবাস যোগে সুন্দরগঞ্জ থানায় নেয়ার পথে পলাশবাড়ি উপজেলার গোপিনাথপুর এলাকায় রিপন প্রস্রাব করার কথা বলে নেমে সড়ক ধরে দৌড়ে পালাতে থাকলে বিপরিত দিক থেকে ্আসা ট্রাক চাপায় তার মৃত্যু হয় বলে প্রচার করা হয়। এঘটনার পর শুক্রবার এলাকাবাসী উত্তেজিত হয়ে চম্পার পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও দোকানে অগ্নিসংযোগ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপনের পরিবার ও স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করে ট্রাকচাপায় নিহত হয়েছে বলে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন