শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে গ্রেফতার-২

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারিয়া আক্তার তনিমা (১৪) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপহরণের মামলা হয়েছে। গত শনিবার রাতে অপহরণের সাথে জড়িত থাকায় উপজেলার পুবেরগাও এলাকা থেকে আউয়াল ও মোশারফ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীর বাবা ছানাউল্লাহ প্রধান জানান, তার মেয়ে মারিয়া আক্তার তনিমা পূবেরগাও এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। একই এলাকা জুয়েল তার মেয়েকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব নিয়ে আসছিল। প্রস্তাবে রাজী না হলে জুয়েল তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিলো। এর জের ধরে গত ৩১ মে রাতে মারিয়া আক্তার তনিমা বাড়ির উঠানে হাটাহাটি করার সময় জুয়েল, শাওন, ইমন, আউয়াল, মোশারফ, সালমাসহ অজ্ঞাত ২/৩ জন মারিয়াকে গাড়ি দিয়ে অপহরণ করে নিয়ে যায়। মারিয়ার ডাক-চিৎকারে তার বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখে জুয়েল ও তার লোকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জুয়েলের বাবা আউয়াল ও চাচা মোশারফকে আটক করেছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন