রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কানসাটে দশহারা গঙ্গাস্নান

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে, হিন্দু সম্প্রদায়ের জাহ্নুমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর থেকে এ উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ সকল বয়সের নারী-পুরুষ পাপ মোচনের আশায় এতে অংশগ্রহণ করেন। এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ঐতিহাসিক ভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। কানসাট গঙ্গাশ্রম কমিটি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গা¯স্নান কে ঘিরে কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। নদীতে স্নান ও পূর্জা অর্চনা শেষে পূণার্থীরা অংশ নেয় ধর্মসভায়।
এদিকে, এ স্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে আয়োজন করা হয়েছে গ্রামীন মেলার। মেলায় বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান। বসেছে কির্ত্তনের জমজমাট আসরও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন