শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদমদীঘিতে চড়া দামে নিম্নমানের খেজুর বিক্রি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্নমানের খেজুর আমদানী করে তার সাথে আবার গত বছরের অবিক্রিত রাখা খেজুর মিশিয়ে খোলা এবং প্যাকেটজাত করে অবাদে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সদর, সান্তাহার রেলগেট, ছাতিয়াগ্রাম, মুরইল বাজার, নসরতপুর, কুন্দগ্রাম, চাঁপাপুর, কুসুম্বী বাজারসহ এলাকার বিভিন্ন হাট বাজারে ফলের দোকান, হোটেলসহ ছোট বড় ইফতারের দোকানগুলোতে প্রশাসনের লোকজনের সামনে ওইসব নি¤œমানের খেজুর বিক্রি করা হলেও তরা যেন দেখেও না দেখার ভান করে। রোজাদারেরা হাট, বাজার থেকে চরাদামে ওইসব নিম্নমানের খেজুর কিনে খেতে না পেরে ফেরে দিচ্ছেন বলে অনেকে জানিয়েছেন। উপজেলার সান্তাহার শহরের রেলগেটের ফলবাজারে আজাদুর রহমান নামের এক ক্রেতার সাথে কথা হয়। তিনি সান্তাহার শহরের রেলগেটের ফল বাজারে এক ফলের দোকানে খেজুর কিনতে গিয়ে দাখেন প্যাকেটজাত করা খেজুরগুলো নিম্নমানের এবং প্যাকেট চুয়ে রস পড়ছে, ধূলা বালিতে ও ভরা। আবার দামও নাগালের বাহিরে। তিনি আরো জানান, রমজানের আগে যে খেজুর ১২০ টাকা থেকে ১৩০ টাকা বিক্রি হতো তা এখন ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১৬০ টাকা থেকে ১৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। সান্তাহার শহরের রেলগেট বাজারের খেজুর ব্যবসায়ী রহিমের সাথে কথা হলে তিনি জানান, আগের তুলনায় অনেক বেশি মূল্যে খেজুর কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। যদি লাভই না হয় তাহলে ব্যবসা করে কি লাভ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন