শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাকোবা খালের সেতু ভেঙে জনদুর্ভোগ চরমে

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের মণিরামপুর উপজেলার পৌর এলাকার হাকোবা খালের একটি সেতু ভেঙ্গে খাদে পড়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিজ উদ্যোগে খালের ওপর কাঠ ও বাঁশ দিয়ে কোন রকমে চলাচল করছেন। গত বৃহস্পতিবার রাতে অতি বর্ষণে সেতুটি ভেঙ্গে পড়ে। গত ৪/৫ দিন ধরে সেতুর বেহালদশা হলেও সেটি সংস্কারে কর্তৃপক্ষ ভূমিকা না নেয়ায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, কাঠের সেতু করে দ্রæতই চলাচল স্বাভাবিক করা হবে। মণিরামপুর পৌরশহর ও হাকোবা পূর্ব পাড়ার মাঝে খালের ওপর নির্মিত এই সেতুটি। স্থানীয় বিলের পানি এই খাল দিয়ে গিয়ে হরিহর নদীতে পড়ে। হাকোবা পূর্বপাড়র বাসিন্দাদের অধিকাংশ বাজারে ব্যবসার সাথে জড়িত। সেতুটি পার হয়ে প্রতিদিন ব্যবসায়ীদের মালামালসহ প্রায় হাজারো নারী পুরুষের চলাচল এই পথে। এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী স্কুল কলেজগামী শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। সেতুটি ভেঙ্গে পড়ায় এই পথে যাতায়াতকারীদের প্রায় এক কি.মি. পথ অতিরিক্ত পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়া লাগে। ফলে এলাকার জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন। সেতু পাড়ের দোকানদার বিপ্লব দত্ত বলেন, ভারী বর্ষণে সেতুটি ভেঙ্গে নিচে পড়েছে। সাথে দুপাড়ের কয়েক ফুট রাস্তাও ফেটেছে। সেতু ভাঙ্গার পর আমরা কাঠ ও বাঁশ দিয়ে কোন রকম চলাচল করছি। কিন্তু যাদের মোটরসাইকেল রয়েছে তারা অনেক রাস্তা ঘুরে বাসায় পৌঁছাচ্ছেন। স্থানীয় পঙ্কজ মিত্র বলেন, এই পাড়ার অনেক মহিলারা বাজারে কেনাকাটায় অভ্যস্ত। তাছাড়া অনেকে পেশীশক্তির ওপর নির্ভরশীল। তারা মাথায় করে মালামাল নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালান। সেতু ভাঙ্গায় সবাই কঠিন দুর্ভোগে আছে। স্থানীয়দের দাবি টেন্ডার না হওয়া পর্যন্ত লোহার বড় পাত বিছিয়ে জন দুর্ভোগ কমানো হোক। হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজিম উদ্দীন বলেন, মেয়রের সাথে কথা হয়েছে। তিনি আপাতত কাঠের সেতু তৈরি করে দেওয়ার কথা বলেছেন। আশা করছি দ্রæত সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন