শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে যৌতুকের টাকা না পাওয়ায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রেস ক্লাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ৩১ মে রাতে উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মো: সবুজ মিয়ার পুত্র জসিম মিয়ার কাছে দীর্ঘ ১১ বছর পূর্বে একই ইউনিয়নের সাতখামাইর পাঠানটেক গ্রামের আবু সাঈদের মেয়ে পারভীনের বিয়ে হয়। গত বেশকিছুদিন পূর্ব থেকে নিহত পারভীনের স্বামী ও তার শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের জন্য তাকে প্রায় সময়ই চাপ সৃষ্টিসহ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করত। নিহত পারভীনের পিতার অভিযোগ, পারভীনের স্বামী যৌতুকের টাকা না পেয়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে বরমী কলেজ মার্কেট প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করলে ক্লিনিকে লাশ ফেলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের পিতা আবু সাইদ আরও জানান, পুলিশ আমাদেরকে দূরে সরিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। আমি কাছে যেতে চাইলে তাড়িয়ে দিয়েছে। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘটনাটি হত্যা মামলা না নিয়ে রহস্যজনক কারনে অপমমৃত্যু মামলা নিয়েছে। এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস.আই মনজুরুল আলম জানান, ঘটনাটি আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন