শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : ‘মাহে রমজানের দ্রব্য মূল্য সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং আমাদের করণীয়‘ শীর্ষক এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গত সোমবার বিকাল ৪টায় উপজেলা রেস্টহাউজ কক্ষে উপজেলা ও ইউনিয়ন দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা দুনীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জয়সীম বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কর্নফুলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদাদ নুর, ব্যবসায়ী কাজী শামসুল আলম আজমিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান, সাংবাদিক, সকল ইউনিয়নের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আমরা একটু সহনশীল, আন্তরিক হলে বাজার দ্রব্যমূল্য সহনীয় রাখা সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন