শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুরে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে যাচাই বাছাইয়ে বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দৌলতপুর পাইলট হাইস্কুল মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদপড়া মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির সভাপতি নাসির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাসদের একাংশের সভাপতি ও বাদপড়া মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২১ জানুয়ারি হতে পর্যায়ক্রমে দৌলতপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে কার্যক্রমে যথাযথ প্রমানাদি ও কাগজপত্র এবং স্বাক্ষীগণসহ উপস্থিত হওয়া সত্বেও আমাদের মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করা হয় নাই। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করা হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দৌলতপুর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সরকারী নীতিমালা অনুসরন না করে নিজেদের খেয়াল খুশিমত দূর্নীতির আশ্রয় গ্রহন করে নিজেদের পছন্দমত ব্যক্তিদের তালিকাভূক্ত করেছেন যার কারনে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত করা হয়েছে। তাই এই যাচাই বাছাই কমিটির এ কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির তালিকা প্রকাশ করার কথা থাকলেও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তা করেননি। অথচ তিনি তার দপ্তরের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনের মা’কে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। যিনি কখনও মুক্তিযুদ্ধে অংশ নেননি বা ভারতে প্রশিক্ষন নিতে যাননি। বরং তিনি ও তার পরিবারের লোকজন স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দেশ বিরোধী কাজ করেছেন। সংবাদ সম্মেলনে প্রহসনের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বাদ দিয়ে অবিলম্বে নতুন করে সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে বাদপড়া মুক্তিযোদ্ধাগণ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দৌলতপুর থানা বাজার থেকে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন