শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুর ও পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : গাজীপুর জেলার শ্রীপুরে বেপরোয়া যাত্রীবাহী পিকাপের ধাক্কায় একজন ও জয়পুরহাট জেলার পাঁচবিবি-হিলি সড়কে ভীমপুর নামক স্থানে মেসি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীপুরে দাঁড়ানো ট্রাকের পেছনে বেপরোয়া যাত্রীবাহী পিকাপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এসময় পিকাপের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত পিকাপের যাত্রী রফিকুল ইসলাম (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিন ছেলে। আহতরা হলেন, কাজল, শফিকুল ইসলাম ও ময়না।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল কারখানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢাকামুখী বেপরোয়া গতির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকাপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে পিকআপের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পিক আপের চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেলেও পিক আপ আটক রয়েছে।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় মেসি-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষককে মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের মোঃ আঃ রহিম উদ্দিনের ছেলে তৌফিক রাব্বানী (৩২) সে স্ত্রী প্রাইমারীর শিক্ষিকা কে পি,টি,আই জয়পুরহাট রেখে, ফিরে যাওয়ার পথে পাঁচবিবি-হিলি সড়কে ভীমপুর নামক স্থানে মেসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চূর্ণ-বিচ‚র্ণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে, ঘাতক ড্রাইভার মেশিসহ পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন