গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার মাটিডালিতে হোটেল ক্যাসেল সোয়াদে গত বুধবার বাংলাদেশের মধ্যে প্রথম বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের প্রথম আকম্মিক বন্যা সহনশীল নতুন হাইব্রীড ধান বীজ অ্যারাইজ এজেড ৭০০৬ বাজারজাত করনের উদ্বোধন করা হয়েছে।
‘পানির নিচেও মাছের মতো নিতে পারে দম, হঠাৎ বন্যায় ডুবে গেলেও ফলন হয় না কম’ এই শ্লোগানকে সামনে রেখে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশে প্রথম আকম্মিক বন্যা সহনশীল নতুন হাইব্রীড ধান বীজ অ্যারাইজ এজেড ৭০০৬ বাজারজাত করনের যাত্রা শুরু করলেন। উদ্ধোধনী সভায় শুভযাত্রা ঘোষনা করেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের হেড অব সীড কৃষিবিদ আব্দুল আজিজ খান। মোড়ক উন্মোচন পর্বে বায়ারের পক্ষ থেকে পরিবেশক শরিয়ত হোসেনের মাধ্যমে অ্যারাইজ এজেড ৭০০৬ বাণিজ্যিক প্যাকেট তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক মতবিনিময় সভা আরো বক্তব্য রাখেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের নর্থ ডিভিশনের বিজনেস লিড কৃষিবিদ সোহেল কবীর, সাউথ ডিভিশনের বিজনেস লিড কৃষিবিদ বিধান চন্দ্র, অ্যারাইজ এজেড ৭০০৬ ধান বীজ বগুড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমারসহ কোম্পানির কর্মকর্তা ও পরিবেশক এবং সাংবাদিকবৃন্দ। বক্তাগন বলেন, অ্যারাইজ এজেড ৭০০৬ ধান বীজ লাগানোর ১৫দিন পর আকম্মিক বন্যায় ডুবে গেলেও ২সপ্তাহ পর্যন্ত কোন ক্ষতি হয় না। এছাড়াও পাতা পোড়ার কোন ভয় নাই। একরে ৫৫ থেকে ৬৫ মন ধান উৎপাদন সম্ভব। ব্যাকটেরিয়াল লিফ বøাইট (বিএলবি) প্রতিরোধী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন