শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র পাকিস্তান : পুতিন

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান হচ্ছে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ মিত্র। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। বৈঠকে দু’নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক গঠনমূলক ও দু’পক্ষেরই জন্য লাভজনক। তিনি বলেন, বহু বছর ধরে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। তবে এখন যে অবস্থায় আছে তার চেয়ে আমরা অবশ্যই অনেক বেশি কিছু করতে পারি। আরটি, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
saif ১২ জুন, ২০১৭, ২:৩১ এএম says : 3
Good for Pakistan, bad for India
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন