শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ম্যড ক্যফে’তে জয়া আহসান

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : শিশুরা চকোলেট খেতে ভালোবাসে, মিষ্টি জাতীয় সামগ্রীর প্রতি তাদের বাড়তি আগ্রহ থাকে। তবে চিত্রনায়িকা জয়া আহসান যখন ছোট ছিলেন তখন থেকেই ভেষজ ফল খাওয়া ছিল তার নেশা। মজার ব্যাপার হলো, এখনও সে নেশা ত্যাগ করতে পারেননি তিনি। স¤প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য ঈদের বিশেষ অনুষ্ঠান ম্যড ক্যফে’র আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন জয়া। পুরো অনুষ্ঠান জুড়েই নিজের পাগলামোর নমুনা তুলে ধরেন তিনি। জয়া বলেন, বনে-জঙ্গলে কত ধরনের ফলই তো থাকে, ছোটবেলা থেকেই এ ধরনের ফলের প্রতি ছিল আমার লোলুপ দৃষ্টি। যে ফল সবাই খায়না, সে ফল আমাকে খেতেই হবে। এই উদ্ভট নেশার মাশুলও অবশ্য আমাকে গুণতে হয়েছে। বিষযুক্ত ফল খেয়ে হাসপাতালেও যেতে হয়েছে। যদিও মাথা থেকে ভেষজ ফল খাওয়ার নেশা এখনও যায়নি। ম্যড ক্যফে অনুষ্ঠানেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া জানান,আবেগী দৃশ্যে কান্নার অভিনয় করবার জন্য তিনি কখনো গ্লিসারিন ব্যবহার করেননি। কারণ গ্লিসারিনে তার অ্যলার্জি। অভিনীত চরিত্রের কাছে আত্মসমর্পণ করে প্রাকৃতিকগতভাবেই সব নাটকে এবং চলচ্চিত্রে কেঁদেছেন জয়া। সামুরাই মারুফের আজকের দিনটা ভালো কাটলে সারা জীবন ভালো কাটবে চলচ্চিত্রের শুটিং সেট থেকে বিএফডিসিতে এসে ম্যড ক্যফে অনুষ্ঠানের ধারণকাজে অংশ নেন জয়া। এরপর আবারো ছুটে যান গাজীপুরে, চলচ্চিত্রের এ লটের বাকি অংশের কাজ শেষ করতে। তানভীর হোসেন প্রবালের উপস্থাপনা ও মনিরুজ্জামান খানের প্রযোজনায় ম্যড ক্যফে প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন