শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্ত্রাসী সাগরের সহযোগী হাবিব গ্রেফতার

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে গ্রেফতারকৃত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম সাগর(৩৫) এর তথ্য অনুযায়ী তার সহযোগী হাবিব(৩০) কে বিদেশী পিস্তলসহ আটক করছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.মাকছুদুল আলমের নেতৃত্বে ১০/১২ জনের পুলিশ দল ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় অভিযান চালিয়ে হাজী সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মূল ফটক থেকে হাবিব (২৭) কে আটক করে। এ সময় তার শরীর তল্লাসি করে এক রাউন্ড গুলিসহ ইতালীর তৈরী অটো পিস্তল উদ্ধার করা হয়। হাবিব নান্দাইল উপজেলার আতœরামপুর গ্রামের বুজরত আলীর ছেলে। এ ব্যাপারে সখিপুর থানার এস আই শামসুল আলম বাদী হয়ে অস্ত্র আইনে সাগর ও হাবিবকে আসামী করে সখিপুর থানায় মামলা করেছে। একই অভিযোগে হাবিবকে আসামী করে নান্দাইল থানায় পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা করেছে। সখিপুর থানা পুলিশ শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম সাগরকে সাতদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরন করেছে এবং হাবিবকে নান্দাইল থানায় প্রেরন করেছে। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.মাকছুদুল আলম বলেন, শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম সাগরের নামে ঢাকা, গাজীপুর,টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে এবং তার সহযোগীদের নিকট অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন