বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর( দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার সকাল ১১ টায় স্ব-উদ্যোগে শহীদ মিনারের ভিত্তি-প্রস্তর উদ্ধোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এম.পি। অনুষ্টানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইউএনও তরফদার মাহমুদুর রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন প্রসঙ্গে মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন এখান থেকে শুরু । আগামী বছরের ২১ ফেব্রæয়ারীর মধ্যে এই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যেন শহীদ মিনার স্থাপন করা হয় সে ব্যাপারে শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান। কমলমতি শিশুরা লেখাপড়ার শুরুতেই শহীদ মিনারের মাধ্যমে ধারনা নিতে পারবে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত । এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ক্লাশে পাঠদানের সময় এ ব্যাপারে ধারনা দেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব মজিদুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব, প্রধান শিক্ষিকা সৈয়দা নুজহাত জেরিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন