বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাথার ওপর বিপদ নিয়ে পড়াশোনা

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঝুঁকিপূর্ণ ভবনে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস। শ্রেণিকক্ষের অভাবে জরাজীর্ণ ভবনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। এ অবস্থা সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলের দক্ষিণ নাটুয়ারপাড়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টির। ছাদের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ও পলেস্তারা খুলে পড়লেও সংস্কারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় যে কোনা সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা। দুর্গম চর এলাকার নাটুয়ারপাড়া ইউনিয়নে স্থাপিত হয় দক্ষিণ নাটুয়ারপাড়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এখানে ১৪৭ শিক্ষার্থী রয়েছে। একটি পাকা একতলা ভবনের দক্ষিণ নাটুয়ারপাড়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষা মতিয়ার রহমান ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান চাঁন জানান, ১৯৯৮/৯৯ অর্থ বছরে এলজিইডির বাস্তবায়নে ৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। শিক্ষার্থীদের জায়গা সংকুলান হচ্ছে না। তাই বাধ্য হয়ে পুরনো ভবনেই ক্লাস চালানো হচ্ছে। কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল হাসান বলেন, ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর তালিকা করে জরুরি ভিত্তিতে সংস্কারের বরাদ্দ চেয়ে পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। কাজিপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী বাবলু মিয়া জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন