বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই স্থানে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভ‚ত

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভ‚ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ডাসার নতুন হাটে ৩টি দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা জানায়, রাত ৪টায় হঠাৎ আগুনের লেলিহান শিক্ষা দেখে ব্যবসায়ী ও গ্রামবাসীরা ছুটে এসে ২ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে সিহাব কনফেকশনারী ও জেনারেল ষ্টোর, ইউপি সদস্য শহিদুল ইসলামের মুদি দোকান ও ঘর মালিক সৈয়দ কামরুজ্জামানের অফিস কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রামবাসী জানায়, যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন লোডশেডিং চলছিল। তাই শটসার্কিট থেকে আগুন লাগার কোন কারণ নেই। অন্যকোন কারণ থেকেও আগুনের সূত্র মেলেনি। তাই আমরা নিশ্চিত ষড়যন্ত্রমূলক উক্ত আগুন লাগানো হয়েছে। আমরা এর তদন্তমূলক দোষীদের আইনের আওতায় আনার জোড় দাবি জানাই।’
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের উখিয়ার কোটবাজার ষ্টেশনে গভীর রাতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উক্ত এলাকার হাকিম ট্রেড সেন্টার নামক মার্কেটের নীচ তলায় অবস্থিত একটি মোবাইল অপারেটর ও সার্ভিস সেন্টারে রাত ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, উল্লেখিত সময়ে আগুনের কুন্ডলী ও প্রচন্ড ধোঁয়া দেখতে পেয়ে মাকের্টের ব্যবসায়ী এবং এলাকার লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন