শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রূপগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আ.লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় যোগদান করেন তারা। রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি নেতা সাহাবুদ্দিন মেম্বারের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি কর্মী-সমর্থক স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর হাতে নৌকা উপহার দিয়ে যোগদান করায় উপস্থিত আ.লীগ নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় আ.লীগ নেতা সালাউদ্দিন ভ‚ঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, মানজুরুল ইসলাম মনজু, জুয়েল মাষ্টার, মুশফিকুর রহমান রিপন, রব মালুম, জায়েদ আলী, মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন আলআলা, মালেক মাষ্টার, রিটন প্রধান, রুবেল খাঁন, আল-আমিন মালুম, কামরুল হাসান নয়ন, মামুন মালুম প্রমুখ। এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আ.লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে সভা-সমাবেশ, ইফতার, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন