স্টাফ রিপোর্টার, সাভার থেকে : আশুলিয়ায় এক নিরাপত্তাকর্মীর মাথা ফাটিয়ে এবার ইলেকট্রনিক্স শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানের তালা কেটে ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। তবে পুলিশ এবারও বলছে ডাকাতি নয়, চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার আনোয়ার জং সড়কের সরকার মার্কেট এলাকার ‘সামিয়া ইলেকট্রনিক্স’ শোরুমে এ ঘটনা ঘটে। আহত নিরাপত্তাকর্মী আমিনুর রহমানকে (৩০) স্থানীয় ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঠালতলা এলাকার আইয়ূব আলীর মোল্লার বাড়ির নিরাপত্তাকর্মী গফুর খন্দকারকে (৬০) শ্বাসরুধে হত্যা করে তিনটি মটরসাইকেল চুরি করে নিয়ে যায়। সামিয়া ইলেকট্রনিক্স শোরুমের মালিক এস এম সুমন জানান, ভোর রাতে তার শোরুমের দোকানের সাটারের তালা কেটে একদল ডাকাত সাতটি ফ্রিজ, পাঁচটি সিআরটি টেলিভিশন, দুইটি এলইডি টেলিভিশন, তিনটি সেলাই মেশিন, আটটি সাউন্ড সিষ্টেমসহ সাত লাক্ষাধীক টাকার মালামাল লুট করে নেয়। তখন মার্কেটের নিরাপত্তাকর্মী আমিনুর রহমান তাদের বাধা দিলে তারা তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। তখন তার চিৎকারে লোকজন বেরিয়ে এসে তাকে উদ্ধার করলে ডাকাতরা পালিয়ে যায়। মার্কেটের মালিক ওহাব সরকার জানান, নিরাপত্তা কর্মীর চিৎকারে ডাকাতরা চলে যাওয়ার পর এলাকাবাসী যার যা কিছু আছে তাই নিয়ে বের হয় আসে। কিন্তু ঘটনাস্থলের পাশে আশুলিয়া পুলিশ ফাঁড়ি থাকলেও তারা ডাকাতদের গ্রেফতারে এগিয়ে আসেনি। এদিকে আশুলিয়ায় পর পর দুটি দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন