বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে : পাহাড়ী ঢল,টানা বর্ষণ এবং লুসাই পাহাড়ের পানির ফলে কাপ্তাই হ্রদের পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচেছ। হ্রদের নিন্ম এলাকায় বসত-বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এদিকে লেকের পানি অস্বাভাবিক বৃদ্বি পাওয়ার কারনে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্প্রীলওয়ের ১৬টি দরজা ছয় ইঞ্চি করে (শুক্রবার) রাত আটায় খুুলে দেয়া হয়েছে। কাপ্তাই বিউবো কন্টল রুমের মাধ্যমে জানাযায় বর্তমান মৌসুমে কাপ্তাই হ্রদের পানি থাকার কথা ৭৮.৮৭ এম,এসএল (মিনসি লেভেল) কিন্তু অস্বাভাবিক ভাবে পানি বৃদ্বি পাওয়ার দরুন বর্তমানে গতকাল (শনিবার) পর্যন্ত রয়েছে ১০৪.১২ লেভেল পর্যন্ত। প্রতি সেকেন্ড ৯হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচেছ বলে যানান। কাপ্তাই হ্রদের পানি দিন, দিন বৃদ্বি পাচ্ছে। এদিকে পানি বৃদ্বি পাওয়ার সাথে সাথে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ ইউনিট বিকল থাকায় অন্য ১,২ ও ৩ নং ইউনিটে ১৩২ ইউনিট থেকে ১৪৯ ইউনিট বিদ্যুৎ উৎপাদনও বৃদ্বি পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন