শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পুলিশের ওপর মাদক বিক্রেতাদের হামলা পুলিশসহ আহত ৩

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেচকাঘাট ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাতে পুলিশের সাথে মাদক বিক্রেতাদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা রানাকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গোলাগুলির সময় আহত হয়েছে ২ পুলিশ সদস্য। পুলিশ জানায়, রাত দেড় টার দিকে পাঁচবিবি থানার টহল পুলিশ গোপন সংবাদে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ফেচকাঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয়। গাঁজাসহ মাদক ব্যবসায়ীরা ভটভটি যোগে পাঁচবিবির দিকে আসতে থাকলে পুলিশ তাদের থামতে বলে। চোরাকারবারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই মোঃ রতন মোস্তাক ও সিপাহী আলমাছ আহত হয়। এসময় চোরাকারবারীদের গুলিতেই তাদের সহযোগী আয়নাল হোসেন রানা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় মাদকব্যবসায়ী রানাকে (৩০) ২ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। রানা পাঁচবিবি পৌর এলাকার মহাজের কলোনীর মৃত আবুল কাশেমের পুত্র। রানাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি করে। আহত এএসআই মোঃ রতন মোস্তাক ও সিপাহী আলমাছ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আটক রানার বিরুদ্ধে ৬ মাদক মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন