রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রতিশোধের সুবর্ণ সুযোগ : ইমরান

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রæপ পর্বেই মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ওই ম্যাচে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানই আবার উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং সেই ভারতেরই মুখোমুখি তারা।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং বর্তমান রাজনীতিবীদ ইমরান খান মনে করেন, গ্রæপ পর্বে ভারতের কাছে যে পরাজয়, তার একটা প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পেয়ে গেছে সরফরাজ আহমেদের দল।
একটি টিভি চ্যানেলকে ইমরান খান বলেন, ‘আমি মনে করি, আমাদের নিজেদের গৌরব এবং সম্মান পূনরুদ্ধারের দারুণ একটা সুযোগ এসে গেছে। কারণ, যেভাবে আমরা ভারতের কাছে প্রথম ম্যাচ হেরেছি, তাতে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ এসে গেছে।’
প্রথম ম্যাচে পরাজয়ের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কত লজ্জাজনকভাবেই না হেরেছি। আবার আমরা সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছি।’
১৯৯২ বিশ্বকাপ জয়ের কারণে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ইমরান খানকে মনে করা হয় সেরা অধিনায়ক হিসেবে। ফাইনালে বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদকে একটা পরামর্শ দিয়ে রাখলেন তিনি। তার উপদেশ হলো, যদি সরফরাজ টস জেতেন, তাহলে তিনি যেন ভারতকে ব্যাট করতে না পাঠান।
ইমরান খান বলেন, ‘ভারতের অসাধারণ ব্যাটিং লাইনআপ। যদি তারা আগে ব্যাটিং করে অনেক বড় একটি স্কোর দাঁড় করিয়ে ফেলে, তাহলে সেটা আমাদের ওপর অনেক বড় চাপ সৃষ্টি করবে। অন্য দলগুলোর বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার কৌশল হয়তো সাফল্য এনে দিয়েছে; তবে এ ক্ষেত্রে সেটা নাও দিতে পারে। প্রতিপক্ষের মাঝের ওভারগুলোতে স্পিনাররা দারুণ বোলিং করেছেন এবং একই সঙ্গে হাসান আলি তো দুর্দান্ত বোলিং করেছেন।’
যত যাই হোক, ইমরান খান চান একটি ভারত-পাকিস্তান মহারণ, বড় ফাইনাল। ম্যাচটা যাতে এক তরফা না হয়ে যায়, সেটার দিকেই বেশি মনযোগি সাবেক পাকিস্তান অধিনায়ক। এ কারণে, তিনি চান পাকিস্তানই আগে ব্যাট করুক।
তিনি বলেন, ‘ভারত আগে ব্যাট করলে আমাদের ওপর বড় স্কোর চাপিয়ে দিতে পারে। তাতে আমাদের ওপর ডাবল চাপ তৈরি হবে। একটা হবে, আমাদের বোলাররা দারুণ চাপে পড়ে যাবে এবং দ্বিতীয় চাপ হচ্ছে, বড় রান রেট। যা প্রতি ওভারেই বাড়তে থাকবে। সুতরাং, পাকিস্তানের জয় হবে সুদুরপরাহত।’
নিজ দলের বোলারদের ওপর দারুণ আস্থা ইমরানের। তিনি বলেন, ‘আমাদের মূল শক্তি হচ্ছে বোলিং। আমরা যদি টস জিতি তাহলে অবশ্যই প্রথমে ব্যাট করা উচিৎ। আমাদের বোলিংয়ের তুলনায় ব্যাটিং খুব বেশি ভালো নয়।’ সরফরাজের অধিনায়কত্বে মুগ্ধ ইমরান বলেন, ‘সত্যি আমি অভিভুত। সরফরাজ নিজেকে অসাধারণ এবং শক্তিশালী এক অধিনায়কে পরিণত করেছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন