শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : রাঙ্গামাটিতে ভুমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে যাওয়ার পথে চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা, গাড়ীবহর ভাংচুর ও আহত করার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম ডায়াবেটিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজ মোড়ে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন জেলা যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদসহ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বর্তমান সরকার একদিকে গনতন্ত্রের কথা বলে অন্য দিকে বিরোধী দলের নেতাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালায়। বতমান সরকার বিএনপিকে মানবিক সাহায্য দিতেও বাধা দেয়। বর্তমান সরকার ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে বলেই গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন