খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলার প্রতিবাদে গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মূল সড়কে উঠার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
পরে সেখানে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন