শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বোদায় ৩৩ নকল নবিস ১৮ মাস পারিশ্রমিক থেকে বঞ্চিত

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় ৩৩ জন নকল নবিস দীর্ঘ ১৮ মাস ধরে কোন পারিশ্রমিক পাচ্ছেন না। তারা বোদা সাব রেজিস্ট্রি অফিসে বিনা পারিশ্রমিকে মাসের পর মাস দলিল লিখে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের বোদা উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ মহিদুল ইসলাম জানান, তারা দীর্ঘ ১৮ মাস ধরে কোন পারিশ্রমিক পাচ্ছেন না। এতে করে তাদের পরিবার পরিজনে নেমে এসেছে অভাব অনটন। তাদের দাবি তারা তো সরকারের রাজস্ব খাতে প্রতি দলিল ফি জমা প্রদান করছেন নিয়মিত ভাবে। তবে কেন তারা তাদের নায্য পারিশ্রমিক পাবেন না। সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন আমরা নিয়মিত বেতন ভাত পাওয়ার জন্য দীঘ দিন ধরেন অনিদিষ্টকালের কলম ও কর্মবিরতী সাথে বিক্ষোভ সমাবেশ করেছি। তার পরেও উদ্ধর্তন কতৃপক্ষ আমাদের নিযমিত ভাবে পারিশ্রমিক দিতে পারছেন না। এ ব্যাপারে আরো কয়েক জন নকল নবিস দুখের সাথে বলেন সামনে ঈদ আসছে। গত বছর কষ্ট করে ঈদ উদযাপন করেছিলাম। এবার মনে হয় আর ঈদ উদযাপন করা হবে না। এভাবে আর কত দিন বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে তা সব আল্লাহ পাকেই জানেন বলে তারা জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন