কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লা তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামের জালু মিয়ার ছেলে সুমনকে (৩২) উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এলাকার দাগি অপরাধী মোঃ আলাউদ্দিন ও তার সঙ্গীরা কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে। গত রবিবার রাত ৯টার দিকে বারকাউনিযা ব্রিজের কাছে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। সন্ত্রাসীদের এলাপাতাড়ি রামদায়ের কোপে সুমনের ছোট ভাই সাইদুল ও তাদের মা কালি বেগম (৪৫) গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে তিতাস থানা পুলিশ দুই ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত একই গ্রামের তিতাস উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এলাকার দাগি অপরাধী বারকাউনিয়া গ্রামের মোঃ আলাউদ্দিনসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটককৃত অন্যরা হলো সন্ত্রাসী আলাউদ্দিনের ছোট ভাই লিটন ও রিপন, একই গ্রামের ধনু মিয়া, মোহাম্মদ আলী ও অনিক। ময়না তদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে নিজ গ্রামের বাড়িতে নিহত সুমনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে বাড়ির পাশেই বারকাউনিয়া ব্রিজের কাছে সুমন গেলে কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা সুমনকে রামদা দিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে। সুমনের চিৎকারে তার মা ও ছোট ভ্ইা সাইদূল এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে সুমনকে সন্ত্রাসীরা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এই নির্মম হত্যাকান্ডের দুই ঘন্টার মধ্যে তিতাস থানা ওসি নূর আলমের নেতৃত্বে পুলিশ ৬ ঘাতককে গ্রেফতার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন