বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চীনের আরো বেশি ভূমিকা চায় যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের আরো বেশি ভূমিকা চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাভূত করার প্রচেষ্টায় চীনের আরো বেশি অন্তর্ভুক্তি প্রত্যাশা করছে মার্কিন প্রশাসন। বেইজিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের নিরাপত্তা আলোচনাকে সামনে রেখে এমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুসান থর্নটন বলেছেন, সন্ত্রাসবিরোধী পদক্ষেপগুলোতে চীন খুব কম ভূমিকা রেখেছে, যদিও মনে হয়েছে, তারা খুব আগ্রহী। গতকাল বুধবার ওয়াশিংটনে বৈঠকের জন্য যখন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও কূটনীতিক প্রধানেরা প্রস্তুতি সম্পন্ন করেছেন, তখন থর্নটন বললেন, আমরা দেখতে চাই, তারা এগিয়ে আসছেন এবং আরো বেশি দায়িত্ব নিচ্ছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন