বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কৃষি প্রণোদনার অর্থ বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তানোরে অর্জিত হয়নি আউসের লক্ষ্যমাত্রা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

তনোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তনোরে চলতি মৌসুমে আউসের লক্ষ্যমাত্রা পূরুণ হয়নি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের নজরদারীর অভাব ও দায়িত্ব অবহেলার কারণে আউসের লক্ষ্যমাত্রা হয়নি। ফলে আউস ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের দেয়া কৃষি প্রণোদনার বিপুল অর্থ গচ্চা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে চলতি মৌসুমে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে আউস চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও আউসের চাষাবাদ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, সরেজমিন মাঠ পরিদর্শন করে অফিসে বসে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কৃষি প্রণোদনায় অনিয়ম-দুর্নীতির কারণে আউসের লক্ষ্যমাত্রা পূরুণ হয়নি।
সূত্র জানায়, তানোরে চলতি মৌসুমে আউস চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ৭টি ইউনিয়ন ও একটি মুন্ডুমালা পৌর এলাকার ৯৪০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়। মোট ৯৪০ জন কৃষকের মধ্যে ৮০০ কৃষককে উপসী জাতের ৫ কেজি করে বীজ ধান দেয়া হয়েছে এবং ১৪০ হন কৃষকে ১০ কেজি করে নেরিকা হাতের বীজ দেয়া হয়েছে। এছাড়াও কৃষক প্রতি উপসী জাতের বীজ পাওয়া ৮০০ জন কৃষককে দেয়া হবে নগদ ৪০০ টাকা করে ও নেরিকা বীজ পাওয়া কৃষকদের নেয়া হবে নগদ ৮০০ টাকা করে এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ইউরিয়া ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক বিবেচনায় কৃষক নির্ধারণ ও প্রণোদনা বিতরণে অনিয়ম-দূর্নীতির কারণে প্রকৃত আউস চাষিরা প্রণোদনা থেকে বঞ্চিত হওয়ায় আউসের লক্ষ্যমাত্রা পূরুণ হয়নি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আউসের লক্ষ্যমাত্রা পূরুণ হতে চলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন