শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুশিয়ারায় পানি বৃদ্ধি ৪০ গ্রাম প্লাবিত

ওসমানীনগর ও বালাগঞ্জে পানিবন্দি ৪ হাজার পরিবার

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জের কুশিয়ারা নদীর পানি আকস্মিক বৃদ্ধির কারণে নদী পারের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকার বাসিন্দারা এখন আতঙ্কে দিন অতিবাহিত করছে। নদীর তীর ঘেষা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মুখের রাস্তা পানিতে তলিয়ে গেছে। বালাগঞ্জের করচারপাড় এলাকায় কুশিয়ারা ডাইক ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদর সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে উপজেলা কমপ্লেক্স, হাসপাতাল রোড ও বালাগঞ্জ বাজারে পানি উঠে গেছে। পানি বৃদ্ধির কারণে কুশিয়ারার ডাইক করছারপাড় অংশ ভেঙ্গে যাওয়া। জনগণ চলাচলের জন্য রাস্তায় বাসের সাকোর ব্যবস্থা করছে উপজেলা প্রশাসন। নির্মাণাধীন বালাগঞ্জ-খসরুপুর সড়ক নতুন করে ডুবে গেছে। আক্রান্ত হয়েছে রাধাকোনা, করছারপাড়, কালিয়ারগাও, হুসনপুর, বিতুনীয়া, কাজীপুর, সত্যপুর কুশারগ্রাম, রুপিয়া, প্রসন্নপুর, গুড়াপুর, রহমতপুর, বোয়ালজুড়ের মাকড়সী, সিংড়াকোনা, মনোহর পুর, সরমানন্দপুর, সোনাপুর, রুপাপুর, পূর্ব পৈলনপুরের এৗয়া, পৈলনপুর, রসিদপুর, বঙ্গপুর ও হামছাপুর, পশ্চিমগৌরিপুরের তেঘরিয়া, লোহামুড়া, একাচিকন, শ্রীনাথপুর সহ ৪০টি গ্রাম। কুশিয়ারা নদীর পানিতে আক্রান্ত হবে আরো কয়েকটি গ্রাম। গত কয়েক দিনের টানা বর্ষণে বালাগঞ্জ বাজারে ভিতরে পানি প্রবেশ করেছে। পুরাতন থানার মধ্য দিয়ে পানি প্রবেশ করছে। বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উঠান, ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি ডুকে পড়েছে। তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে প্রবেশের রাস্তা ও স্কুলের মাঠে পানি প্রবেশ করার কারণে শিক্ষার্থীদের চলাচলের ব্যাঘাত ঘটছে। ইউআরসি অফিসের রাস্তায় পানি প্রবেশ করায় প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে গত ১৯ জুন থেকে। এদিকে কুশিয়ারা নদীর পানিতে আক্রান্ত হয়ে পড়েছে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের মূল সড়ক ও অফিসপাড়া। উপজেলা প্রশাসনের মাঠে সহ অফিসগুলোতে পানি উঠার কারনে প্রশাসনিক ভবনের নিচতলার অফিসগুলোর ভিতরে পানি প্রবেশ করেছে। পানি অব্যাহত বৃদ্ধির ফলে অফিস পাড়ার আবাসিক এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম জানান আমার ইউনিয়নে প্রায় ৮শ’ পরিবার পানিবন্দি রয়েছে। বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া মিয়া বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে আমার ইউনিয়নের প্রায় ৬শ’ ঘর পানিতে নিমজ্জিত। তাছাড়া মাকড়সী, সিংড়াকোনা , মনোহর পুর, সরমানন্দপুর, সোনাপুর ও রুপাপুরের গ্রামে বেশী লোক পানিবন্দি রয়েছে। এদিকে কুশিয়ারা বাঁধ ভেঙে ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নের অধিকাংশ রাস্থাঘাট, বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে আউশ ধান, ভেসে গেছে মৎস্য খামার ও পুকুরের মাছ। সব মিলিয়ে বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছে উপজেলার লক্ষাধিক মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা জানান, দ্রæত পানি বৃদ্ধি পাওয়ায় উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউপির শত শত গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। দ্রæত পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার অধিকাংশ সড়ক ডুবে গেছে। হাজার হাজার পরিবারের বসতঘরে ঢুকে পড়েছে পানি। ডুবে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লক্ষাধিক জনসাধারণকে। চৈত্রের অনাকাঙ্খিত বন্যায় এলাকার কৃষকের বোরো ধান ভাসিয়ে নেওয়ার পর আউশ ধানের চাষ করলেও এরই মধ্যে বন্যায় সে ফসলও তলিয়ে গেছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী ৪ হাজার ২শ’ হেক্টর জমির মধ্যে ৩৬০ হেক্টর জমি তলিয়ে গেছে। তবে পরিসংখ্যানে আরও অনেক বেশি হবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সাদীপুর, উছমানপুর, উমরপুর, পশ্চিম পৈলনপুর ও বুরুঙ্গা ইউনিয়নবাসী। এসব ইউনিয়নের অধিকাংশ আউশ ধান তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। ‘বালাগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রদীপ সিংহ বলেন, বালাগঞ্জ কুশিয়ারা নদীর পানি বৃদ্বি ও প্রচুর বৃষ্টির ফলে উপজেলা চত্বরসহ বালাগঞ্জ হাপাতাল সড়ক নবীনগর বালাগঞ্জ বাজার সর্বত্র পানি উঠে পড়েছে। গত সোমবার তাৎক্ষনিকভাবে দুর্যোগ কমিটির সভা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ৪০টি গ্রাম ও ১৫শ’ পরিবার পানিবন্দি রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন