মাগুরা জেলা সংবাদদাতা : বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা বিএনপির আয়োজনে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী কামাল ও তার সহদোর সোনা কাজীর সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম। এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আকতার হোসেন, সাবেক এমপি কাজী কামালের একান্ত সহকারী আবুল কালাম আজাদ, খান হাসান ইমাম সুজা, কুতুব উদ্দিন প্রমুখ। ইফতারপূর্ব উক্ত আলোচনায় বক্তারা বলেন,সহায়ক সরকারের অধীনেইআগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। বক্তারা, ইদের পর সরকার পতনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ্য ভাবে শরীক হওয়ার আহবান জানান। দোয়া ও ইফতারে জেলা ও থানা পর্যায়ের দুই সহ¯্রাধিক বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন