সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আলোচিত তিনটি ব্রিজ খুলে দিলেন চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিমানবন্দর সড়কের আলোচিত সেই তিনটি ব্রিজ যানবাহন চলাচলের জন্য খুলে দিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্ব সাধারণের যাতায়াতের সুবিধার্থে যানবাহন ও পরিবহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। ব্রিজ সমূহের এপ্রোচ ও অন্যান্য কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ব্রিজ সমূহ যান ও পরিবহন চলাচলের জন্য উন্মুক্তকালে নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিজ ৩টি নির্মিত হয়েছে। নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনস্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন নতুন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আশা করেন আগামী ২ অর্থ বছরের মধ্যে নগরীর অলিগলি, রাজপথ উন্নয়ন করা সম্ভব হবে। এ ছাড়াও শতভাগ আলোকিত শহর ও পরিচ্ছন্ন নগরীর কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ, জলবায়ুর প্রভাব, অতিবৃষ্টি, টর্ণেডো, ঘুর্ণিঝড়, পাহাড় ধস সবকিছুকে সামনে রেখে নগরীর উন্নয়ন ও জনপ্রত্যাশা একে একে পুরন করা হবে। মেয়র আশা করেন সম্মানিত নগরবাসী তার সকল ভালোকাজে সহযোগী হবেন। এসময় ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন