সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এশিয়ান হাইওয়েতে নিত্যদিনের যানজট

রূপগঞ্জে কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতি

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম


মোঃ খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতির কারণে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে নিত্যদিনের যানজট ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে টোল আদায়ে ধীরগতির কারনে যানজটের এ চিত্র দেখা যায়। টোল আদায় নিয়ে প্রায় সময়ই পরিবহন চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনাও ঘটছে। সরেজমিনে ঘুরে জানা গেছে, কাঞ্চন টোলপ্লাজায় ৪টি টোল বসানো হয়েছে। লোকবল সঙ্কটে মাঝে মাঝে ৪টি টোলের মধ্যে ২টি বন্ধ রাখা হয়। এছাড়া অতিরিক্ত টোল আদায় করার কারণে প্রায় সময়ই টোল আদায়কারীদের সঙ্গে যানবাহন চালকদের বাকবিতন্ডা ঘটছে। মাঝে মাঝে মারপিটের ঘটনাও ঘটে। এতে সময় কেটে যায় ২০ থেকে ৩০ মিনিট। এসময়ে যানজট লেগে যায়। এক ঘন্টার মধ্যে এ যানজট সেতুর দুই পাশে প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারন থেকে শুরু করে মালবাহী যানবাহনের চালকরা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রসস্থ্য হলেও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি প্রসস্থ্য অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কোন প্রকার যানবাহন বিকল হয়ে পড়লে যানজট লেগে যায়। যানবাহন চালকদের অভিযোগ, কাঞ্চন সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হলেও সেতু মেরামতের কোন খোজখবর নেই। সেতুর অনেক অংশই ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হয়েছে। এসব ভাঙ্গা অংশ ও গর্তে পড়ে অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ছে।
কাঞ্চন সেতু প্রকল্প ও টোলপ্লাজার পরিচালক মোহাম্মদ কারিবুল ইসলাম জানান, ইদানিং আম, কাঠাল, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলবাহী যানবাহন অতিরিক্ত বেড়ে গেছে। এছাড়া সামনে রোযার ঈদকে কেন্দ্র করেও যানবাহন চলাচলের চাপ এখন বেশি। টোল আদায়ের জন্য ১৮ জন লোক নিয়োজিত রয়েছে। হয়তো যানবাহনের চাপ না থাকলে মাঝে মাঝে ১টি বা দুটি টোল বন্ধ রাখা হয়। নির্ধারিত মুল্যের চেয়ে টোল অনেক কম দিলেই যানবাহন চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতন্ডা হয়ে থাকে। তবে সেতু এলাকা ছাড়াও অন্য কারনে যানজট সৃষ্টি হয় বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, যানজট কমাতে ১৫ জন আনসার চাওয়া হয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কাছে। আশা করা যায় কাঞ্চন সেতু এলাকা যানজট মুক্ত থাকবে। আর যানজট মুক্ত রাখতে সেতু প্রকল্পের পক্ষ থেকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল জানান, কাঞ্চন সেতুসহ প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে সড়ত মেরামত কাজ চলছে। অল্প কয়েক দিনের মধ্যে মেরামত কাজ সমাপ্ত হবে। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন বলেন, আমার সঙ্গে মাত্র এক জন কনস্টেবল দেয়া হয়েছে। এক জন কনস্টেবল দিয়ে কত টুকু যানজট নিরসন করা সম্ভব। পুলিশ সদস্য বাড়িয়ে দেয়া হলে যানজট নিরসন করা সম্ভব বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রায় সময়ই কাঞ্চন সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়ে ভয়াবহ আকার ধারন করে। যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন