সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাগুরার সীমাখালী বেইলি সেতু দিয়ে যান চলাচল শুরু

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলার সীমাখালী চিত্রা নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজের এক লেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় ব্রিজটি উদ্বোধন করেন নুরুন নবী তরফদার নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ মাগুরা, এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস ও ওসি রবিউল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। গত ১৩ ফেব্রæয়ারি ব্রিজটি ভেঙ্গে পড়র পর প্রায় সাড়ে চার মাস এ সড়কে যান চলাচল বন্ধ ছিল। আজ দুই লেনের মধ্যে এক লেনের নির্মাণ কাজ সম্পন্ন হলে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এর ফলে জনমানুষের দুর্ভোগ লাঘব হবে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় দক্ষিণ বঙ্গের লাখো মানুষের চরম দুর্ভোগের শেষ ছিল না। এরপর ফেইজবুক, টুইটার, ভাইবার ও গুগোলসহ বিভিন্ন সামাজিক গন মাধ্যেমে ছড়িয়ে পড়ে দক্ষিণ বঙ্গের হাজার হাজার যানবাহন চলাচলের এক মাত্র যশোর-মাগুরা সড়কের চিত্রা নদীর উপর অবস্থিত সীমাখালী ব্রিজটি ভেঙ্গে পড়ার কথা। এরপর বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা একের পর এক ব্রিজটি নিয়ে সংবাদ পরিবেশন করতে থাকে। পরবর্তীতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে এবং জনসাধারনের কাছে তারা প্রতিশ্রæতি বদ্ধ হন ঈদুল ফিতরের আগে এখানে বেইলি ব্রিজের কাজ সম্পন্ন করা হবে। ঈদের পরে এখানে ফোর লেনের ব্রিজের কাজও চলবে। অবশেষে ২শতাধিক শ্রমিকেরা রাত দিন পরিশ্রম করে গত বৃহস্পতিবার দুই লেনের মধ্যে এক লেনের বেইলি ব্রিজের কাজ সম্পন্ন করেছে। এতে জনমনে যেমন অনেকটা সস্তি ফিরে এসেছে। তেমনই হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলের দুর্ভোগ লাঘব হয়েছে। ব্রিজের বাকি কাজ ঈদের পরে শেষ হবে বলে ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার রানা আমির ওসমান রানা জানিয়েছেন। উল্লেখ্য গত ১৩ই ফেব্রæয়ারি ব্রিজটি ভেঙ্গে পড়ার পর প্রায় সাড়ে চার মাস পর ব্রিজ দিয়ে যেমন লোকজন চলাচল শুরু করেছে। তেমনই হাজার হাজার যানবাহন চলাচলের মধ্যে দিয়ে কয়েক লক্ষ মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন