সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় পশ্চিম ছাপড়হাটী গ্রামের ব্যবসায়ি রবিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে মন্ডলের হাট-থ্যালথ্যালি বাজার সড়কের চৌমুহনী বাজার নামক স্থানে বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-মরহুমের স্ত্রী বিলকিছ আক্তার, ছেলে সন্তান মোস্তাফিজুর রহমান মুকুল, এলাকাবাসীর পক্ষে শফিকুল আযম, রফিকুল ইসলাম, বকুল বিশ^াস, শামছুল আলম। বক্তরা অবিলম্বে রবিউল হত্যাকারীদের গ্রেফতারপূর্বক আইনের হাতে সোপর্দ্দ করে দ্রæত বিচার আইনের মাধ্যমে ফাঁসির দাবি জানান। পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের থ্যালথ্যালা বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে অবস্থান নিলে প্রায় ঘন্টা ব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনা স্থলে গিয়ে আসামি গ্রেফতারের আশ^াস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, গত ১৮ জুন রাতে ব্যবসায়ি রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। গত ২০ জুন একই গ্রামের আঙ্গুর মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে রবিউলের স্ত্রী বাদী হয়ে ওই দিনই সাবেক সেনা সদস্য ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন, তার বড় ভাই ইউপি সদস্য দুদু মিয়াসহ ৯ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ মামলা দায়েরের পর ইউপি সদস্য দুদু মিয়াকে গ্রেফতার করলেও অন্য আসামিরা অধরা থাকায় এলাকাবাসী ফুসে উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন