সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভিজিএফের গম জব্দ মোবারকপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের ৩০০ কেজি গম জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কল্যাণ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় দিকে মোবারকপুর ইউনিয়নের টিকোরী গ্রামের মাহেদুর রহমানের বাড়িতে তল্লাশী চালিয়ে ৩০০ কেজি গম জব্দ করা হয়। এ সময় মাহেদুর পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী মোসা. আদরী বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাতেই উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা, মোসা. আদরী বেগমের নাম উল্লেখ করে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এদিকে মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা মুঠোফোনে বলেন, আমি বর্তমানে ৮দিন ধরে ঢাকায় অবস্থান করছি। বিশেষ জরুরী কাজে বাইরে থাকায় কিছুদিনের জন্য রেজুলেশনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। ভিজিএফের গম জব্দ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা বলেন, বিষয়টি প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মেম্বার বলতে পারবেন। অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন