সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরে ঈদুল ফিতরে বরাদ্দকৃত ভিজিএফ’র গম দেয়া হচ্ছে না

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ’র গম ঈদের আগে বিরতণ করা হচ্ছে না। সরকারি গুদামে পর্যাপ্ত গম মজুদ না থাকায় এই গম বিতরণ সম্ভব হচ্ছে না বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, সরকার প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করে থাকে। সরকারি নির্দেশনা মোতাবেক এ বছর চালের পরিবর্তে পৌনে ১৩ কেজি করে গম বিতরণ করা হবে। মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ১৪টি ইউনিয়নের জন্য ২৭ হাজার ৯শ’ ৯৩ জনের জন্য ৩শ’ ৭১ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে। কিন্ত গুদামে মজুদ আছে মাত্র ৯৫ মেট্রিক টন। গমের এই অপর্যাপ্ততার কারণে ঈদের আগে মির্জাপুরে ভিজিএফ’র গম বিতরণ করা হচ্ছে না প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান জানিয়েছেন। আজাগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার বলেন, ঈদের আগে ভিজিএফ’র চাল দেয়া হবে বিধায় আমরা তালিকা প্রস্তুত করে রেখেছি। কিন্ত ঈদের আগে বিতরণ করা হবে না বলে আমাদের জানিয়েছেন। ঈদের আগে এই চাল বিতরণ করতে পারলে দরিদ্রদের জন্য অনেক উপকার হতো বলে তিনি জানান। মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ স্যাইলু থেকে ট্রেডিং ঠিকাদাররা পরিবহণ সঙ্কটের কারণে গম সরবরাহ করতে না পারায় ঈদের আগে ভিজিএফ’র গম বিতরণ করা সম্ভব হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন