বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গ্রামীনফোন-এর ঈদ আয়োজন ৪ চ্যানেল ২০ নাটক

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এবারের ঈদে গ্রামীনফোন চারটি চ্যানেলে নিয়ে আসছে ২০টি নাটক। এছাড়াও আয়নাবাজি অরিজিনাল সিরিজ মুখোমুখী একযোগে প্রচার হবে মাছরাঙা, আরটিভি আর জিটিভিতে ঈদের ৫ম দিন রাত ৮টায় গ্রামীনফোনের সৌজন্যে। জন আর সোহানা সাবা অভিনীত এই নাটকটি পরিচালনা করেছেন রবিউল আলম। গ্রামীনফোন নিবেদীত বিশেষ নাটক প্রিয় রঞ্জনা পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল আর অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তারিন। নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের প্রথম দিন রাত ১১টা ৫ মিনিটে। একই চ্যানেলে একই সময়ে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে তানিম রহমান অংশু পরিচালিত আর তাহ্্সান ও মমো অভিনীত নাটক স্বপ্নচুরি। ঈদের তৃতীয় দিন একই সময় প্রচার হবে নাটক ভাবনার বিপরীত। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও মিলি আর পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। নাটক রেইনবো প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ৫মিনিটে। পরিচালনা করেছেন আশফাক নিপূণ, প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা ও জন। অপূর্ব ও মিথিলা অভিনীত নাটক ফরএভার প্রচার হবে ঈদের পঞ্চম দিন একই সময়ে একই চ্যানেলে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। বাংলাভিশনে প্রচার হবে ৫টি নাটক। ঈদের প্রথম দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রচারিতব্য নাটকগুলো হলো গোয়েন্দা ঘটক, গৃহপালিত স্বামী, স্বপ্নের মানুষ, মন মানুষের খোজেঁ ও ৯ নম্বরের পা কিন্তু ৬ নম্বারের জুতো। প্রতিটি নাটকের প্রচার নির্ধারিত সময় ৮ টা ৫০ মিনিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন