রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রিজে উঠতে গিয়ে ট্রাক খাদে বেঁচে গেলেন যাত্রীরা

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি মরিচ্চাপ নদীর উপর ব্রিজে উঠতে গিয়ে একটি মাল বোঝাই ট্রাক উল্টে পাশের গর্তে পড়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়ে যান ট্রাকে থাকা যাত্রীরা। কালিগঞ্জ থেকে যশোর-ড-১১-১০৬৪ নং ট্রাক জামাইয়ের বাড়িতে পাঠানো কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে গতকাল মঙ্গলবার পাইকগাছা উপজেলায় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকটি আশাশুনি ব্রিজে উঠার পর চালক জানতে পারে ব্রিজে মেরামতের কাজ চলছে, পার হওয়া যাবে না। তখন চালক ব্রিজের বিপদজনক এপ্রোজ সড়কে ট্রাকটি ব্রেক করে নামিয়ে আনতে গিয়ে ব্রেক ফেল করলে ১৫/২০ ফুট নীচে গর্তে গিয়ে আছড়ে পড়ে। অলৌকিকভাবে ট্রাকে থাকা চালক, হেলপার ও শিশুসহ ৬ যাত্রী প্রাণে রক্ষা পান। উল্লেখ্য, ব্রিজের মুখে এ্যাপ্রোজ সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়িত দুর্ঘটনা কবলিত হয়ে শত শত মানুষ হতাহত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন