গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত আসনে ১১৯ জন ও সাধারণ আসনে ৪শ’ জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। গত সোমবার মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনে ৬ জন ও সাধারণ আসনে ১৭ জনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেনÑ মইলাকান্দা ইউনিয়নে সাধারণ সদস্য জাহিরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য ফাতেমা খাতুন, মনোয়ারা খাতুন, সাধারণ সদস্য হারুন অর রশিদ, মো. আল আমিন, মো. আজিজ, মোস্তাকীম আহাম্মেদ শামীম, আমিরুল ইসলাম, হেকিম মিয়া, অচিন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা, সংরক্ষিত আসনের সদস্য সুরাইয়া সুলতানা, শেফালী আক্তার, মাওহা ইউনিয়নে সাধারণ সদস্য পদে আব্দুল মান্নান, সহনাটী ইউনিয়নে সংরক্ষিত আসনে আনোয়ারা খাতু, বোকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবেদ আলী, সাধারণ সদস্য পদে আব্দুল মান্নান, নুরুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ সুরুজ, মাজহারুল ইসলাম ও সিধলা ইউনিয়নে সংরক্ষিত পদে মোছা. কুলসুম, সাধারণ সদস্য পদে মোজাহার উদ্দিন। তাদের মধ্যে অনেকেই আপিল করেছেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত বাতিলের তালিকাও ঘোষণা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন