শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাহিদার চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শিক্ষিতা, বুদ্ধিমতি ও সাহসী নারী সাহিদা বেগম (৪৫)। দীর্ঘ ১৪ মাস যাবৎ হার্টের ভাল্ব সমস্যায় ভুগছেন। তার তিন সন্তান। ২০১১ সালে স্বামী ব্রেইন স্ট্রোক করে বিছানায় কাতরাচ্ছে। তারপর থেকে প্রাইভেট টিউশনি করে স্বামীর চিকিৎসা, সংসার খরচ ও সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করে আসছিল সাহিদা নিজেই। সংসার চালাতে গিয়ে নিজের শরীরের খেয়াল রাখারও সুযোগ হয়নি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধার-দেনা করে ২১/০৫/২০১৬ তারিখে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিলে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সাহিদার বাতজ্বরের কারণে সমস্ত শরীরর ফুলে গিয়ে হার্টের ভাল্বের সমস্যা দেখা দেয়। এরপর টাকার অভাবে ঠিকমত চিকিৎসা হয়নি। গত ২৫/০৫/২০১৭ তারিখে মুমূর্ষ অবস্থায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসকরা জানান রক্তের চাকা জমাট বাঁধার কারণে হর্টের ভাল্ব সম্পূর্ণ বিকল হয়ে গেছ। জরুরীভাবে ওপেন হার্ট সার্জারি করে নতুন ভাল্ব সংযোজন না করালে যেকোন মুহূর্তেই প্যারালাইসিস বা জীবন বিপন্ন হতে পারে। তার চিকিৎসায় প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা প্রয়োজন। এমনিতেই ধার-দেনা করে চিকিৎসা বাবদ ৪৩ হাজার টাকা খরচ করে জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। তার সন্তানরা জানায়, আমাদের বাবা-মায়ের জমানো কোন অর্থ সম্পদ নেই। নেই কোন নিকটস্থ দানশীল আত্মীয়-স্বজন।
তাই বাধ্য হয়ে সমাজের ধনী, দানশীল, বৃত্তবান, হৃদয়বান ব্যক্তি ও সেবা সংগঠনসহ সরকারের নিকট চিকিৎসার অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আকুল আবেদন জানান অসহায় সন্তানেরা।
সাহায্য পাঠানো ঠিকানা-
মোসাঃ সাহিদা বেগম
সঞ্চয়ী হিসাব নং- ৪২৩৬৭
ইসলামী ব্যাংক লিমিটেড
যাত্রাবাড়ী শাখা (চৌরাস্তা মোড়), ঢাকা
মোবা : ০১৮৫৮৪৯১৫২৪ (বিকাশ)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন