রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোনা পানি প্রবেশ, জনমনে আতঙ্ক শ্যামনগরে পাউবোর ভেড়িবাঁধে ভাঙন

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

রবিউল ইসলাম, কালিগঞ্জ ( সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা শ্যামনগর বন্যাতলায় পাউবোর ভেড়িবাঁধে ভাঙন ও ভেড়িবাঁধে ফাটল/ঘোগা দিয়ে খোলপেটুয়ার লোনা পানি গ্রামের ভিতরে প্রবেশ করছে। তাৎক্ষানিক স্থানীয় ও আপামর জন সাধারণ ঈদের দিন সকালে ঈদের খুশি-আনন্দ বিলীন করে দিয়ে ভেড়ীবাঁধ রক্ষার কাজে উঠে পড়ে লেগে পড়েন। ভেড়িবাঁধ রক্ষার জন্য স্থানীয় সকল পর্যায়ের জনতা বাঁশ, কুটা, গাছের ডাল-পালা ইত্যাদি নিয়ে বাঁধ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম এ্যাড. আতাউর রহমান ভাঙন স্থল পরিদর্শন করেছেন। উভয় জনপ্রতিনিধি স্থানীয়দের অনুরোধ করে বলেন, আপনারা ভেড়িবাঁধ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যান আমরা সার্বিক ভাবে সব রকম সাহায্য করে যাব ইনশাল্লাহ।
বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে যে কোন মুহূর্তে সম্পূর্ণ ভেড়িবাঁধ ভেঙে খোল পেটুয়ার লোনা পানি গ্রামে প্রবেশ করে সাধারন মানুষের জান-মাল, ধান্য ফসল, ক্ষেত-খামার, মৎস্য ঘের, গবাদী পশু, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসাসহ ঘনবসতি এলাকার ব্যাপক ক্ষতিসাধন করতে পারে বলে মন্তব্য করেন স্থানীয়রা। সরজমিনে যেয়ে আরো জানা যায়, ভাঙন ও ফাটল/ঘোগাকৃত ভেড়ী বাঁধটি আনুমান ৬/৭মাস পূর্বে পানি উন্নয়ন বোর্ড থেকে ভেড়িবাঁধ মেরামত বা ভিতর দিয়ে রিং ভেড়িবাঁধ দেওয়ার জন্য ১৪ লক্ষ টাকা টেন্ডার পেয়েছিল। কিন্তু বাজেটের টাকা কাজের টেন্ডারকৃত ব্যক্তি সামান্য টাকা ব্যয় করে দায় সারার ন্যায় কাজ করে লোপাট দিয়েছেন। বালু দিয়ে পুকুর ভরাট করে তার উপর দিয়ে ভেড়িবাঁধ দেওয়ায় ভেড়িবাঁধ ভাঙন ও বাঁধে ঘোগা/ফাটল দিয়ে ভিতরে লোনা পানি প্রবেশ করার মূল কারণ বলে মনে করেন স্থানীয়রা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন