শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চা চাষে জীবনমান বদলে যাচ্ছে প্রান্তিক চাষিদের

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার অনেক প্রান্তিক কৃষক এখন চা চাষের দিকে ঝুঁকে পড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিস্তৃণ চা চাষ দেখে বোদা উপজেলার চাষিরা চা চাষের দিকে আগ্রহী হয়ে উঠছে বলে অনেক চা চাষী জানিয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট বড় মিলে ৩৭টি চা বাগান গড়ে উঠেছে। যার জমির পরিমাণ ৯৩ হেক্টর। ইতোমধ্যে অনেক চা চাষী তাদের লাগানো চা বিক্রি করতে শুরু করেছে। এ বিষয়ে কথা হয় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া গ্রামের মাদরাসা শিক্ষক ও আদর্শ কৃষক আনিসুজ্জামান নতুন এর সাথে। তিনি তার বাড়ির আশপাশে ২ একর জমিতে চা চাষ শুরু করেছেন। তার লাগানো চা বাগান সবুজ সতেজে ভরে উঠেছে। তিনি বেশ কয়েক বার তার চা বাগান থেকে পাতা কেটে বিক্রি করেছেন। তিনি বলেন অন্যান্য ফসলের আবাদের চেয়ে চা চাষের ঝুঁকি কম থাকে। চা বাগানে তেমন বেশি খরচ হয় না। অল্প পরিশ্রম করেও বেশি আয় করা যায়। যে কোন প্রকৃতিক দুর্যোগে চা চাষের তেমন কোন ক্ষতির সম্ভাবনা থাকে না। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন-অর-রশিদ বলেন, এ অঞ্চলের যে কোন মাটি চা চাষের উপযোগী। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অনেক আগে থেকেই বাণিজ্যিক ভাবে চা চাষ শুরু হয়েছে। বোদা উপজেলায় বাণিজ্যিক ভাবে চা চাষ করতে কৃষকরা আগ্রহী হচ্ছেন। আমরা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন প্রকারের পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন