কুমায়ুনের জগতপুরের দুই ভাই ল²ণ (সালমান খান) আর ভরত সিং (সোহেল খান)। ল²ণ বেশ সরল প্রকৃতির, তাকে তাই সবাই টিউবলাইট বলে সম্বোধন করে আর সবসময় সে দুষ্ট মানুষদের আক্রমণের শিকার হয়। কিন্তু তার রক্ষায় ভরত সবসময় তার পাশে দাঁড়িয়েছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ বাঁধলে ভরতসহ এলাকার প্রায় সব তরুণ যুদ্ধে যোগ দেয়। ল²ণও যোগ দিতে চেয়েছিল কিন্তু শারীরিক অযোগ্যতার কারণে বাদ পড়ে। এদিকে অনেকদিন ভরতের সংবাদ না পেয়ে ল²ণ উদ্বিগ্ন হয়ে পড়ে। সে স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর রাজবীরের (যশপাল শর্মা) কাছে ভাইয়ে খবর জানতে চায় কিন্তু সে জবাব না পেয়ে ফিরে আসে। অনেকে বলাবলি করতে শুরু করে ভরত আসলে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। কিন্তু ল²ণের বিশ্বাস তার ভাই বেঁচে আছে এবং এই বিশ্বাসই তার ভাইকে তার কাছে ফিরিয়ে আনবে। বাস্তবে তার ভাই চীনা সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছে। কিন্তু তার বিশ্বাস কি তাকে আসলেই ফিরিয়ে আনতে পারবে?
বলিউড শীর্ষ পাঁচ
১। টিউবলাইট
২। ব্যাংক চোর
৩। ফুল্লু
৪। রাবতা
৫। সচীন- আ বিলিয়ন ড্রিমস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন