শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রানীশংকৈলে ইউপি নির্বাচনে লড়াই নৌকা-ধানের শীষে

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনে নৌকা-ধানের শীষের হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। উপজেলার ৩নং হোসেনগাঁও, ৫নং বাচোর, ৮নং নন্দুয়ার সহ ৩ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১৪৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
সাধারণ ভোটারদের কাছ থেকে জানাগেছে, বিএনপির সাথে আ’লীগের হাড্ডা হাডিড লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জরিপ করে দেখা গেছে, ৩নং হোসেনগাঁও ইউনিয়নে এখন পর্যন্ত ত্রী-মূখী লড়াইয়ের প্রতিযোগীতা চলছে। ৫নং বাচোর নৌকা প্রতীক এগিয়ে আছে। ৮নং নন্দুয়ারে ধানের শীষ এগিয়ে আছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোট ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। তবে বসে নেই কোন প্রার্থী। দেখাগেছে নির্বাচনী এলাকায় চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলোচনার ঝড় উঠেছে । তথ্যমতে জানাগেছে, প্রার্থীরা কিছু কিছু এলাকায় চায়ের দোকানগুলো রিজাপ করেদিয়েছেন ভোটারদের।
নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ৩নং হোসেনগাঁও ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) মাহাবুব আলম (ধানের শীষ), আ’লীগের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীণ (আনারস )। ৫নং বাচোর ইউনিয়নে জাতীয় পাটির মনোনীত প্রার্থী আক্তারুল ইসলাম (নাঙ্গল), আ’লীগের মনোনীত প্রার্থী জিতেন্দ্র নাথ বর্তমান চেয়ারম্যান (নৌকা), স¦তন্ত্র প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায় (আনারস), ফেরদৌস আলম বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জাহেদ (ঘোড়া)। ৮নং নন্দুয়ার ইউনিয়নে জমিরুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ), আ’লীগের মনোনীত প্রার্থী আব্দুল বারী (নৌকা), আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুলতান (আনারস)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
রিটানিং ও উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী সরকার বলেন, নির্বাচনী এলাকায় সর্বোচ্চ আইন শৃংখলা বাহিনী নিয়োগ করে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন