রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দর। টানা ৯ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এ খবর নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দর। ঈদের ছুটি শেষে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। একইভাবে সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে কার্যক্রমও শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কমিশনার জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়েও পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন